thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভারতীয় দলের ওপর নিষেধাজ্ঞা!

২০১৪ জানুয়ারি ০৯ ২১:০৯:০৯
ভারতীয় দলের ওপর নিষেধাজ্ঞা!

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন নিষেধাজ্ঞা জারী হয়েছে ভারত ক্রিকেট দলের জন্য। নিয়ম অনুযায়ী চাইলেই কেউ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবেন না। বেসরকারি কোনো ক্রিকেট টুর্নামেন্ট তো বটেই, দেশের কোনো বাণিজ্যিক সংস্থারও অ্যাম্বাসেডর হতে গেলেও সংশ্লিষ্ট ক্রিকেটারকে বোর্ডের অনুমতি নিতে হবে৷

এই মর্মে বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। বোর্ড থেকে এক বার্তায় বলা হয়েছে, ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটারই অনুমোদন ছাড়া দেশে বা বিদেশে কোনো ক্রিকেট টুর্নামেন্ট, অনুষ্ঠান বা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবেন না৷

ঠিক নিউজিল্যান্ড সিরিজের আগে এমন নির্দেশানা নিয়ে গুঞ্জন চলছে। উল্লেখ্য, আগামী রবিবার ৫ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ খেলতে ভারত নিউজিল্যান্ড রওনা হচ্ছে।

সম্প্রতি জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৭টি দল নিয়ে সেভেন পিএল বা সেভেন প্রিমিয়ার লিগে মহেন্দ্র সিং ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। ওই খবর প্রকাশিত হওয়ার পরপরই ভারতীয় বোর্ডের এই নিষেধাজ্ঞা জারি করেছে। ওই লিগের অন্যতম উদ্যোক্তা ধোনির বন্ধু অরুণ পান্ডের সংস্থা রিতি স্পোর্টস। ঘটনা জট পাকিয়েছে সেখানেই; যা নিয়ে বোর্ডের প্রভাবশালী মহল একেবারেই খুশি নয়৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনির পক্ষ থেকে কোনো ক্রিকেট লিগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চেয়ে কোনো আবেদন বোর্ডের কাছে জমা পড়েনি৷ কাজেই অনুমতি দেওয়ার প্রশ্নই উঠছে না।’

বোর্ড সূত্রে জানা গেছে, আইপিএল ছাড়া কোনো বেসরকারি টুর্নামেন্টেই ভারতীয় বোর্ড এ দেশের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া থেকে সরছে না। এবং এই নীতি ভবিষ্যতেও বহাল থাকবে৷ সে জন্যই অতীতে কোনো ভারতীয় ক্রিকেটারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ বা ওয়েস্ট ইন্ডিজে হওয়া টোয়েন্টি২০ টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়নি৷ শুধু জাতীয় দলের ক্রিকেটারই নয়, বোর্ডের অধীনে থাকা কোনো ক্রিকেটার, সংস্থা বা আম্পায়ার যদি এ ধরনের কোনো উদ্যোগে অংশ নেন, কড়াব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে বোর্ড৷

গত বছর আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরে রিতি স্পোর্টসের বিভিন্ন সংস্থায় ধোনির শেয়ার আছে বলে অভিযোগ উঠেছিল৷ শুধু ধোনি একা নন, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, প্রজ্ঞান ওঝারও এজেন্ট অরুণ পান্ডে৷ যাকে ভারতীয় দলে আড়ালে এজেন্ট অরুণ বলা হয়৷ ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্রশ্ন ওঠায় রিতি স্পোর্টসে কোথাও ধোনির শেয়ার নেই বলে দাবি করেছিলেন অরুণ পান্ডে৷ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে যথারীতি এই প্রশ্ন ধামাচাপা পড়ে যায়৷

অবশ্য এ ব্যাপারে এখনও ভারতের সফল অধিনায়ক মহেন্দ্রও সিং ধোনি কোনো কথা বলেননি। কথা বলেননি; দলের অন্য ক্রিকেটাররাও। কারণ এটা ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর