thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

উল্টো কথা অ্যান্ডির মুখে

২০১৪ জানুয়ারি ০৯ ২১:১৩:২১
উল্টো কথা অ্যান্ডির মুখে

দ্য রিপোর্ট ডেস্ক : ২ দিন না পেরুতেই উল্টো কথা বলেছেন ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি কেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। ‘হয় কেপি; নয় আমি এই ছিল তার দৃঢ় কথা। কিন্তু বৃহস্পতিবার সেই অ্যান্ডিই বলছেন, কেভিন পিটারসেন দলে থাকলে ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দেবেন- এমন মন্তব্য তিনি করেননি৷

ইংল্যান্ডের প্রচারমাধ্যমে প্রকাশিত হয়েছিল, কেপি দলে থাকলে ফ্লাওয়ার জাতীয় দলের কোচ থাকবেন না৷

ফ্লাওয়ার বলেছেন, 'একেবারে ভুল খবর৷ এ রকম কিছু আমি বলিনি৷' তিনি সোজাসুজি বলেছেন, 'যা হয়েছে, তা পরিণত মানসিকতা দিয়ে বিচার করা দরকার৷ আমি আবার বলছি, আমি বা ইসিবি নেতৃত্ব কেউই দলে থাকা কোনো ব্যক্তি বা সাপোর্ট স্টাফের ভবিষ্যত নিয়ে আলোচনা করিনি৷ কাগজে বেরিয়েছে আমি ইসিবিকে জানিয়ে দিয়েছি যে কেপি থাকলে আমি থাকব না৷ যা একেবারে মিথ্যে৷'

ইসিবি’র নতুন ম্যানেজিং ডিরেক্টর পল ডাউন্টন অ্যাসেজে ভরাডুবির পর্যালোচনা করবেন ঠিক আছে৷ তখনই ঠিক হবে কুক, ফ্লাওয়ার বা কেপিদের ভবিষ্যত৷ প্রসঙ্গত, ফ্লাওয়ারের জমানাতেই টেস্টে বিশ্বের এক নাম্বার টিম হয়ে ওঠে ইংল্যান্ড, তার সময়েই পরপর ৩ বার অ্যাসেজ জয়৷

অন্যদিকে, এবারের অ্যাসেজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন পিটারসেন৷ অবশ্য করেছেন মাত্র ২৯৪ রান, গড় ২৯.৪০৷ ৩৩ বছর বয়সী পিটারসেন ইতোমধ্যেই জানিয়েছেন, ২০১৫ সালে ইংল্যান্ডে অ্যাসেজ পুনরুদ্ধারের লড়াইয়ে থাকতে চান৷ করতে চান ১০ হাজার টেস্ট রান৷ এই মুহূর্তে টেস্টে ৮১৮১ রান ৩৩ বছর বয়সী পিটারসেনের৷ আগামী রবিবার সিডনিতে যে ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে, তাতে ইংল্যান্ড দলে নেই পিটারসেন৷

নতুন বিতর্কে তিনি কোনো মন্তব্য করেননি৷ ইংল্যান্ডের প্রচারমাধ্যমে অবশ্য অ্যাসেজে হারের ময়নাতদন্ত চলছেই৷ বলা হচ্ছে, এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও দলের মধ্যে কেপিবিষয়ক জটিলতা দৃশ্যমান। তবে এ ব্যাপারে কেভিন পিটারসেন কোনো কথা বলেননি।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর