thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইন্টার মিলানের বিদায়

২০১৪ জানুয়ারি ১০ ১৪:৫২:২৯
ইন্টার মিলানের বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন বছরে ইতালির ক্লাব ইন্টার মিলানের জন্য দুঃসংবাদ; ঘরোয়া কোপা ইতালিয়ায় দেখা যাবে না দলটিকে। তাদের ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার শেষ আটের খেলা নিশ্চিত করেছে উদিনেস।

উদিনেসের ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও সাফল্য আদায়ে ব্যর্থ হয়েছে ইন্টার। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলে কোনো অর্ধেই জালের ঠিকানা খুঁজে পায়নি সফরকারীরা।

৩২ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসিয়েছেন মাইকোসুয়েল। উরুগুয়ের নিকো লোপেজের ক্রস থেকে ইন্টারের রক্ষণদুর্গকে ফাঁকি দিয়ে জালে বল পাঠিয়েছেন ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।

মাইকোসুয়েলের গোলই অলিখিতভাবে নির্ধারণ করে দিয়েছিল খেলার ভাগ্য! তাই বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও ব্যবধানে কোনো পরিবর্তন হয়নি। এ জন্য প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ইন্টার। আর শেষ আটে ফিওরেন্তিনা, জুভেন্টাস ও এএস রোমার সঙ্গে যোগ দিয়েছে উদিনেস।

নতুন বছরের শুরুটা ভালো হয়নি ইন্টারের। এর আগে মৌসুমের প্রথম ম্যাচেই তারা হেরেছে লাজিওর কাছে। আর সিরি ‘আ’তেও ভালো অবস্থায় নেই দলটি। ১৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ইন্টার। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস।

(দ্য রিপোর্ট/সিজি/এএল/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর