thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুক্তিযোদ্ধার প্রথম জয়

২০১৪ জানুয়ারি ১০ ২০:১৪:৪২
মুক্তিযোদ্ধার প্রথম জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়ে প্রথম পূর্ণ পয়েন্টের দেখা পেয়েছে অলরেডরা। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠেছে মুক্তিযোদ্ধা। ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩ মিনিটেই গোলের দেখা পেয়েছে অলরেডরা। বক্সের মধ্যে থেকে কোণাকুনি শটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দিয়েছেন শফিকুল ইসলাম বিপুল। ২০ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল বিজেএমসির। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি আক্রমণভাগে ফুটবলাররা। বক্সের বাইরে থেকে আবদুল্লাহ পারভেজের ফ্রি কিক সজীব মাথা ছুঁইয়ে দিলে বল সাইড পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে গেছে। ৪০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছে মুক্তিযোদ্ধা। ডান প্রান্ত থেকে আবদুল্লাহ পারভেজের ক্রস ছোট ডি বক্সের ভেতর সজীব হেড নিলে বল ক্রসবারে লেগে ফেরত এসেছে।

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে মারুফের কর্নার থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা বেনজামিনের দর্শনীয় এক ভলিতে ফের জাল কেঁপেছে বিজেএমসি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

বিরতির পর ৬০ মিনিটে স্যামসন ইলিয়াসুর গোলে ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল বিজেএমসি। ওমর ফারুক বাবুর কাছ থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষক লিটনের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়েছেন নাইজেরিয়ান এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ব্যবধান হেরফের হয়নি।

জয়ে খুশি মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এলিটা বেনজামিনের গোলটি ছিল স্পেশাল। আমার চোখে দেখা সেরা গোল। এমন গোল খুব কমই হয়। তবে অনুশীলনে এলিটাকে এমন গোল মাঝেমধ্যেই করতে দেখেছি। সর্বশেষ দেখেছি এমন গোল করতে শেখ মোহাম্মদ আসলামকে। গত মৌসুমে ইনজুরির কারণে এলিটা খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। এবার সে সম্পূর্ণ ফিট। সেই সঙ্গে দলের সহ-অধিনায়কও বটে। দায়িত্ব নিয়ে সে ভালোই খেলছে। আশা করি এটা অব্যাহত রাখতে পারবে সে।’

অন্যদিকে বিজেএমসির কোচ আলী আকবর নাসির বলেছেন, ‘যেভাবে খেলেছি, তাতে আমাদের ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল। ২ বিদেশী ফুটবলার ইকাঙ্গা-বাঙ্গুরা খেলেনি। সুযোগ নষ্ট করেছি প্রচুর, তাই এমন রেজাল্ট। বিশেষ করে বাঙ্গুরার অভাব অনেক ভুগিয়েছে।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ এনআই/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর