thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভারতীয় খেলোয়াড় আনছে ঊষা

২০১৪ জানুয়ারি ১০ ২০:২৩:২৩
ভারতীয় খেলোয়াড় আনছে ঊষা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রিমিয়ার হকি লিগ সামনে রেখে ৪ জন ভারতীয় খেলোয়াড় আনছে ঘরোয়া হকির অন্যতম শক্তিশালী দল ঊষা ক্রীড়া চক্র। তারা হলেন- ফরোয়ার্ড অজিতেষ রায়, রোশান মিনজ, ডিফেন্ডার শিবাকর রাম ও গোলরক্ষক সুখজিৎ সিং। শুক্রবার ক্লাব সূত্রে এমনটাই জানা গেছে।

ক্লাব সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছবেন এ ৪ খেলেয়াড়। এ বিষয়ে ঊষার কোচ রফিকুল ইসলাম কামাল বলেছেন, ‘ভাতীয় ৪ খেলোয়াড় মঙ্গলবার আসার কথা রয়েছে। আমরা লিগ শিরোপা ধরে রাখতে চাই। সে লক্ষ্যে এগিয়েও চলেছি। যদিও বিজয় দিবস হকি টুর্নামেন্টে সফলতা পাইনি। তবে ক্লাব কাপে ইতিমধ্যে শেষ ৪ উঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছি।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ১০,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর