thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নাঈমের পঞ্চম হাফসেঞ্চুরি

২০১৩ অক্টোবর ২৯ ১৬:২৬:২৯
নাঈমের পঞ্চম হাফসেঞ্চুরি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সাকিব আল হাসান অসুস্থ হওয়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে নামতে পারেননি। তার বদলে নির্বাচকরা দলে নিয়েছেন বন্ধু নাঈম ইসলামকে। সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন ডানহাতি এই ক্রিকেটার। পূর্ণ করেছেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক।

জাতীয় দলের নিয়মিত সদস্য হতে হলে পারফর্মের বিকল্প নেই। ধারাবাহিক না হওয়ায় দলে আসা-যাওযার মধ্যেই আছেন নাঈম। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার পর দল থেকে ছিটকে পড়েন তিনি।

কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সাকিব অসুস্থ হওয়ায় আবারও দলে ফেরার দরজা খুলে যায় তার সামনে। সুযোগ পেয়ে দলের গুরত্বপূর্ণ মুহূর্তে অর্ধশতক করে নিজের অবস্থানের জানান দিয়েছেন তিনি। তার ব্যাট থেকে আসে ৮৪ রান।

(দিরিপোর্ট২৪/সিজি/এমডি/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর