thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাইজেরিয়ার বিপক্ষে খেলবে মেক্সিকো

২০১৪ জানুয়ারি ১১ ১৫:০৯:৪৮
নাইজেরিয়ার বিপক্ষে খেলবে মেক্সিকো

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছর বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নিচ্ছে দলগুলো। পিছিয়ে নেই মেক্সিকোও। প্রস্তুতির অংশ হিসেবে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দলটি।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও নাইজেরিয়া। মূল প্রতিযোগিতায় খেলার আগে মেক্সিকোর জন্য এটি দারুণ সুযোগ। কারণ টুর্নামেন্টের গ্রুপপর্বে তারা খেলবে ক্যামেরুন, ক্রোয়েশিয়া ও স্বাগতিক ব্রাজিলের সঙ্গে। তাই আফ্রিকার দেশ নাইজেরিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে দলটি।

এদিকে, এখনও প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ঘোষণা করেনি স্বাগতিক ব্রাজিল। ধারণা করা হচ্ছে ব্রাজিলও প্রস্তুতি ম্যাচ খেলতে পারে আফ্রিকান কোনো দেশের বিপক্ষে। তবে বিশ্বকাপের গ্রুপপর্বে আগামী ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে নেইমাররা।

সব মিলে সেলেকাওদের সঙ্গে ৪০ বার সাক্ষাৎ হয়েছে মেক্সিকোর। এর মধ্যে ৩০ বারই জিতেছে ব্রাজিল। আর ১০ বার জয় পেয়েছে মেক্সিকো।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর