thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৮১ রানে জয়ী নিউজিল্যান্ড

২০১৪ জানুয়ারি ১১ ১৮:২১:১৪
৮১ রানে জয়ী নিউজিল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের অপরাজিত হাফসেঞ্চুরিতে তারা ৮১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ক্যারিবীয়দের বিপক্ষে।

ইডেন পার্কে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলোধুনা করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। অপরাজিত ৬০ রান করেছেন অধিানায়ক ম্যাককুলাম। ৪৫ বলে ২টি চার ও ৪টি ছয় হাঁকিয়ে এই রান করেছেন তিনি।

শুধু অধিনায়কই নন; রান পেয়েছেন সতীর্থরাও। অপরাজিত ৪৮ রান করেছেন ম্যাচসেরা লুক রঞ্চি। এ ছাড়া মার্টিন গুপটিল ২৫, জেসি রাইডার ও কলিন মুনরো করেছেন সমান ২২ রান করে। এ জন্য ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের স্কোর গড়তে পেরেছে তারা। তবে ব্যাটসম্যানদের দিনে নিজেকে আলাদা করে চিনিয়েছেন টিনো বেস্ট। ৪০ রান খরচায় ৩টি উইকেট পেয়েছেন তিনি।

জবাবে নাথান ম্যাককুলাম ও জেমস নিশানের মারাত্মক বোলিংয়ে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৮ রান করতে পেরেছে তারা। সবচেয়ে বেশি ২৩ রান করেছেন আন্দ্রে ফ্লেচার। ম্যাককুলাম ৪টি ও নিশান নিয়েছেন ৩টি উইকেট।

এ জয়ে ২ ম্যাচ টোয়েন্টি২০ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর