thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিসিএলের দ্বিতীয় আসর শুরু রবিবার

২০১৪ জানুয়ারি ১১ ১৯:০৬:৫১
বিসিএলের দ্বিতীয় আসর শুরু রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)’র দ্বিতীয় আসর শুরু হবে রবিবার। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল খেলবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে। ম্যাচ হবে বিকেএসপি-২ মাঠে। আর বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল বিকেএসপি-৩ মাঠে মুখোমুখি হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে লিগের ২টি রাউন্ড হবে। রবিবার শুরু হবে প্রথম রাউন্ড। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৮ জানুয়ারি। এই ২ রাউন্ড শেষে লিগের কোনো ম্যাচ হবে না। বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ, এশিয়া কাপ (শুরু হবে ২৫ ফেব্রুয়ারি) ও টোয়েন্টি২০ বিশ্বকাপের পর।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটাররা যেন লংগারভার্সন ক্রিকেটে একটু অভিজ্ঞতা নিয়ে সিরিজে নামতে পারে সেই উদ্দেশ্যে বিসিএল আয়োজন করছে বিসিবি। তবে মূল লক্ষ্য বিশ্ব ক্রিকেটবাসীকে দেখানো দেশে রাজনৈতিক অস্থিরতা থাকার সময়েও সুষ্ঠুভাবেই সিরিজ আয়োজন সম্ভব।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছে দলগুলো। আর এরই মধ্যে সব দলের ক্রিকেটাররা চলে গেছেন বিকেএসপিতে। সেখানেই থাকবেন তারা। সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর