thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিসিএলে খেলবেন না সাকিব

২০১৪ জানুয়ারি ১১ ১৯:০৭:১৩
বিসিএলে খেলবেন না সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় থাকায় রবিবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে

(বিসিএল) খেলতে পারবেন না সাকিব আল হাসান।

প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৮ জানুয়ারি। ওই ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনা আছে । বিসিবি সূত্রে এমনটি জানা গেলেও সাকিবকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি। তাই তাকে ছাড়াই শুরু হচ্ছে বিসিএল।

বিগ ব্যাশে এরইমধ্যে ২ ম্যাচ খেলেছেন সাকিব। ২ ম্যাচেই হেরেছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। প্রথম ম্যাচে ৪৬ রান ও ২ উইকেট নিয়ে উজ্জ্বল নৈপুন্য দেখালেও দ্বিতীয় ম্যাচে মাত্র ২ রান করেছেন সাকিব। যদিও কোনো উইকেট শিকার করতে পারেননি।

১৬ জানুয়ারি পার্থ স্কোরচার্চের বিপক্ষে সাকিব বিগ ব্যাশে নিজের তৃতীয় ম্যাচ খেলতে পারেন। এরপরই দেশে ফিরে আসবেন তিনি। এসেই বিসিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে সাকিবের।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর