thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী ও ঊষা

২০১৪ জানুয়ারি ১১ ১৯:০৯:০৪
গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী ও ঊষা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউসিবি ক্লাব কাপ হকির ‘ক’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার ঊষার ক্রীড়া চক্রের কাছে ১০-১ গোলে হেরেছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচে হারলেও শেষ চারের খেলা নিশ্চিত হয়েছে তাদের। ৩ ম্যাচে অ্যাজাক্সের সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপের অপর দল আজাদেরও সমান পয়েন্ট। কিন্তু গোল গড়ই এগিয়ে দিয়েছে আজাক্সকে। অন্যদিকে, ২ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে খেলছে ঊষা ক্রীড়া চক্র।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঊষার গোল উৎসবে নেতৃত্ব দিয়েছেন মঈনুল ইসলাম কৌশিক। জাতীয় দলের এ ফরোয়ার্ড হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। একটি করে গোল এসেছে মামুনুর রহমান চয়ন, কৃষ্ণা কুমার, মাকসুদুল আলম হাবুল, আরশাদ হোসেন, জাহিদ বিন তালিব শুভ ও রিমন কুমার ঘোষের স্টিক থেকে। অ্যাজাক্সে একমাত্র গোল করেছেন নূরুন্নবী রূপম।

দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংককে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। এ নিয়ে পরপর ২ ম্যাচে জয় পেয়ে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অভিজাত পাড়ার দলটি। এই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে সোনালী ব্যাংক। এক জয়ে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। শেষ ম্যাচে আবাহনীর খারশেদুর রহমান ও হাসান যুবায়ের নিলয় একটি করে গোল করেছেন।

সোমবার প্রথম সেমিফাইনালে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী মুখোমুখি হবে ‘ক’ গ্রুপ রানার আপ অ্যাজাক্স এসসির। একই দিন দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন ঊষা কেসি লড়বে ‘খ’ গ্রুপ রানার আপ সোনালী ব্যাংক এসআরসির বিপক্ষে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর