thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফের লংগারভার্সনে ফিরছেন মাশরাফি

২০১৪ জানুয়ারি ১১ ১৯:৫৫:৪৮
ফের লংগারভার্সনে ফিরছেন মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে রবিবার। এই লিগ দিয়ে ১১ মাস পর আবারও লংগারভার্সন ক্রিকেটে ফিরছেন পেসার মাশরাফি বিন মর্তুজা।

তামিম ইকবালের নেতৃত্বে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজের আগে লিগের ২টি রাউন্ড হবে। ফিট থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও দেখা যেতে পারে মাশরাফিকে।

টেস্টে ফেরার বিষয়ে কূটনীতিক উত্তর দিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘এখন টেস্ট নিয়ে ভাবছি না। খেলাটা শুরু করছি। যেহেতু ৪দিনের ক্রিকেট, প্রথম ম্যাচটা খেলে বুঝতে পারব যে কেমন লাগছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি নিজে থেকেই খেলতে চেয়েছি। কিছুদিন ধরে আমার ম্যাচ প্র্যাকটিস হচ্ছিল না। কোনো ওয়ানডে ম্যাচও নাই যে প্র্যাকটিসের সুযোগ আছে। সে চিন্তা করেই নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, যদি ম্যাচটা খেলতে পারি নিজের প্র্যাকটিসটা ভালো হবে। ৪দিনের ক্রিকেট খেললেও একটু লাভ হবে যে নিজেকে বুঝতে পারব কি অবস্থায় আছি।’ ২০১২ সালে জাতীয় ক্রিকেটের মাধ্যমে সর্বশেষ লংগারভার্সন ক্রিকেট খেলেছেন মাশরাফি।

বিসিবি উত্তরাঞ্চল : মুশফিকুর রহিম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, সাকলায়েন, তাইজুল, সোহরাওয়ার্দী, ফরহাদ রেজা, মুক্তার, শুভাশিষ, নাঈম ইসলাম, নাসির হোসেন, সাব্বির, ফরহাদ, মিজানুর, জহুরুল ও নাজমুল।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : তামিম ইকবাল (অধিনায়ক), নাফিস, মমিনুল, নাজিমুদ্দিন, মাশরাফি, তাপস বৈশ্য, ইয়াসিন, অলক কাপালী, শফিউল ইসলাম, তাসামুল, যুবায়ের, লিটন কুমার, এনামুল জুনিয়র, নাবিল সামাদ ও আলাউদ্দিন।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : রাজ্জাক (অধিনায়ক), বিজয়, ইমরুল কায়েস, জিয়াউর, আল আমিন, রুবেল, রবিউল ইসলাম, সোহাগ গাজী, তাইবুর, সৌম্য, মো. মিঠুন, সালমান, কামরুল, নাজমুল অপু ও শুভাগত হোম।

ওয়ালটন মধ্যাঞ্চল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), শাহরিয়ার, মেহরাব জুনিয়র, শামসুর, মজিদ, রকিবুল, নুরুল, ইলিয়াস, আরাফাত, শরিফুল্লাহ, দেওয়ান সাব্বির, শাহাদাত, শহীদ, মার্শাল ও সৈকত।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ এনআই/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর