thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সময় বাড়ল দ্বিতীয়স্তরের দলবদলের

২০১৪ জানুয়ারি ১১ ২০:৩২:৪১
সময় বাড়ল দ্বিতীয়স্তরের দলবদলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের সময়সীমা তৃতীয় দফা বাড়ানো হয়েছে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় স্তরের ক্লাবগুলোর আবেদনে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে দলবদল। লিগ শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।

বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

প্রথম দফায় ৫ জানুয়ারি ও পরবর্তী সময়ে ১৪ জানুয়ারি পর্যন্ত ফুটবলার নিবন্ধনের সময়সীমা ছিল। কিন্তু সময় চ্যাম্পিয়নশিপ লিগের ৭ দলের মধ্যে আরামবাগ ক্রীড়া সংঘ, অগ্রণী ব্যাংক লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ফুটবলার নিবন্ধন করেছে। টানা ৬ প্রিমিয়ার লিগ খেলা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন এবার অবনমন হওয়া আরামবাগের হয়ে খেলবেন। এখনও দলবদলের মাঠেই নামেনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও নবাগত বাড্ডা জাগরনী সংসদ।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর