thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

গোপালগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

২০১৪ জানুয়ারি ১২ ১২:৫০:৪৮
গোপালগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামে সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রুবেল মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুবেল দক্ষিণ গোবরা গ্রামের সাইদ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, প্রতিবেশী ফিরোজ শেখের সঙ্গে রুবেল মোল্লার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে সীমানা বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ফিরোজ শেখ লাঠি দিয়ে রুবেলের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল শেখ মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এসবি/এএস/এএল/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর