thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

কুমিল্লায় কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১২ ১২:৫৭:১৩
কুমিল্লায় কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শফিকুল ইসলাম নাদিম (১৮) নামে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর (দক্ষিণ তেতাভূমি) গ্রামের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত নাদিম নজরুল ইসলামের ছেলে এবং ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বরুড়া দ্য রিপোর্টকে জানান, বাড়ির পাশে একটি ডোবার মধ্যে নাদিমের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিহতের বাবা নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শনিবার রাত ৯টার পর থেকে নাদিম নিখোঁজ রয়েছে। রাতেই স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে একটি ডোবার মধ্যে তার মৃতদেহ ভেসে ওঠে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/এএল/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর