thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ১২ ১৩:১৭:৪২
সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জ সংবাদদাতা : ১৮ দলের অবরোধ চলাকালে রবিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জে পুলিশের গাড়িতে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। এ সময় পুলিশ বহনকারী গাড়িটির সামনের কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজীপুর-সিরাজগঞ্জ সড়কের সমাজকল্যাণ মোড়ে একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। এ ছাড়াও একই সড়কের ফকিরতলায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে তারা। এ ঘটনায় একজন আহত হন। তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে সমাজকল্যাণ এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা সটকে পড়ে।

(দ্য রিপোর্ট/আরকে/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর