thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

মাগুরায় ১৮ দলের ৬ নেতাকর্মী আটক

২০১৪ জানুয়ারি ১২ ১৩:৪৫:৩৬
মাগুরায় ১৮ দলের ৬ নেতাকর্মী আটক

মাগুরা সংবাদদাতা : মাগুরা-আড়পাড়া মহাসড়কের কাটাখালী বাজারে ছাত্রদল অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিল থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহাসিন আলী ও বিএনপি নেতা কোহিনূর হোসেনসহ ৬ নেতাকর্মীকে আটক করে। রবিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাটাখালী বাজারে ১৮ দলের মিছিল থেকে আটক নেতাকর্মীদের প্রকাশ্যে মারধর করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেম খান। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়। তবে মোবাইল ফোনে ঘটনাস্থলে থাকা সদর থানার ওসি তদন্ত রেজাউল ইসলাম রেজা আটকদের মারধর ও ছবি তুলতে বাধার বিষয় অস্বীকার করেন। আটকের সংখ্যা পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআই/এফএস/এএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর