thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অ্যাথলেটিকোর সঙ্গে বার্সার ড্র

২০১৪ জানুয়ারি ১২ ১৩:৫১:০৮
অ্যাথলেটিকোর সঙ্গে বার্সার ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের লা লিগায় পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গেরার্দো মার্তিনোর দল।

অ্যাথলেটিকোর মাঠে আপ্রাণ চেষ্টা করেও গোল আদায়ে ব্যর্থ হয়েছে দুই দলই। চলতি মৌসুমে ১৯ গোল করেছেন অ্যাথলেটিকোর ফরোয়ার্ড দিয়েগো কোস্তা। তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি। কর্নার থেকে গোলের সুযোগ পেয়েও চওড়া শট নিয়েছেন তিনি।

খেলার ১৮ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু পেদ্রোর শট দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন অ্যাথলেটিকোর গোলরক্ষক থাবাউট কোর্তরিস। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ছিল গোলশূন্য। যদিও এই অর্ধে মার্তিনো মাঠে নামিয়েছিলেন মেসিকে।

মাঠে নেমেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন মেসি। কিন্তু গোল আদায় করতে পারেননি তিনিও। ৬৯ মিনিটে তার বল গেছে জালের অনেক ওপর দিয়ে। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও তা লক্ষ্য খোঁজে পায়নি। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

এই ড্রয়ে সমান ৫০ পয়েন্ট করে সংগ্রহ বার্সা ও অ্যাথলেটিকোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের সবার ওপরে বার্সা। আর দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ (১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট)।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর