thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

নাটোরে দুর্বৃত্তদের হাতে স্বামী নিহত, স্ত্রী আহত

২০১৪ জানুয়ারি ১২ ১৪:৩৩:৪০
নাটোরে দুর্বৃত্তদের হাতে স্বামী নিহত, স্ত্রী আহত

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে হরিপদ মণ্ডল নামে এক ব্যক্তি নিহত ও তার স্ত্রী বিশাখা রানী আহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার বাকডোব মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিন নামে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রেমঘটিত বিষয়কে কন্দ্রে করে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। আটক রবিন একই গ্রামের মৃত রাম চন্দ্রের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে হরিপদ ও তার স্ত্রী বিশাখা রানী গুরুতর আহত হন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে হরিপদ মণ্ডল মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রাতেই বিশাখা রানীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার রবিন নামে একজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এএল/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর