thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

রাঙ্গামাটিতে আ.লীগ নেতার বাসায় মোটরসাইকেলে আগুন

২০১৪ জানুয়ারি ১২ ১৪:৩৬:৫৩
রাঙ্গামাটিতে আ.লীগ নেতার বাসায় মোটরসাইকেলে আগুন

রাঙ্গামাটি সংবাদদাতা : রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় শহর আওয়ামী লীগ নেতা মো. আবু সৈয়দের বাসায় থাকা দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৩টায় আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুটিতে আগুন জ্বলতে জ্বলতে একসময় বিকট শব্দ হয়। এ সময় বাসায় থাকা লোকজন আগুনের বিষয়টি টের পান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, দুর্বৃত্তরা এলাকায় বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে। আগুনে মোটরসাইকেল দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। আওয়ামী লীগ নেতা আবু সৈয়দের পক্ষ থেকে নাশকতার ঘটনায় রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি জিডি (নং ৪৮৫) করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুছা মাতব্বরসহ স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/এএস/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর