thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

২০১৪ জানুয়ারি ১২ ১৫:২৭:৫৯
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার রশীদুল হাসান। রবিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন ও মাদক প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকা পালনে নবনিযুক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি চুয়াডাঙ্গার ৪টি থানা ও ৩১টি পুলিশ ক্যাম্পের বিভিন্ন কর্মকর্তা এবং সদস্যের বিরুদ্ধে যে অভিযোগগুলো তাদের নিজস্ব সূত্র ও অনুসন্ধানে উঠে এসেছে তা পুলিশ সুপার বরাবর উপস্থাপন করেন।

পুলিশ সুপার মনোযোগ সহকারে সাংবাদিকদের মতামত শোনেন এবং যত দ্রুত সম্ভব ওইসব অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। চুয়াডাঙ্গার সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালন আরও সহজ করতে এবং সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা পুলিশের একটি মিডিয়া সেল গঠন করা হবে বলে তিনি জানান।

জেলা সহকারী পুলিশ সুপার (প্র.বি) মাসুম আহমেদসহ অন্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরআর/এএস/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর