thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভিসা জটিলতায় প্রমীলা কাবাডি দল

২০১৪ জানুয়ারি ১২ ১৭:২৪:৫৭
ভিসা জটিলতায় প্রমীলা কাবাডি দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের অন্ধ্রপ্রদেশ কাবাডি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমন্ত্রণমূলক প্রমীলা কাবাডি টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ প্রমীলা কাবাডি দল রবিবার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় আটকে গেছে সফর।

রবিবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ এসএমএ মান্নান জানিয়েছেন, ‘দলের টিকিট হয়ে গিয়েছিল। রবিবার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা; কিন্তু ভিসা মিলেনি। ভারত অ্যাম্বাসি থেকে আমাদের জানানো হয়েছে, তারা নাকি এখন পর্যন্ত তাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পায়নি। তাই দলের খেলোয়াড়রদের ভিসা হয়নি। আশা করছি সোমবারের মধ্যে সবার ভিসা হয়ে যাবে। ভিসা মিললেই দেশ ছাড়বে দল।’

আমন্ত্রণমূলক প্রমীলা কাবাডিতে অংশ নেবে ১৪ সদস্যের দল। তারা হলেন- শাহনাজ পারভীন মালেকা (অধিনায়ক), শিলা, শাহীন আরা, বেবী, পলি, রীমা, জুনি চাকমা, রুপালী, শিলা আক্তার, কচি রানী মন্ডল ওমাসুমা জান্নাত। দলের সঙ্গে কোচ হিসেবে যাওয়া কথা রয়েছে সুবিমল চন্দ্র দাসের। ম্যানেজার হিসেবে জহিরুল হক ও দলনেতা হিসেবে থাকবেন তফাজ্জল হোসেন।

বাংলাদেশসহ ভারতের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০টি দল অংশগ্রহণ করবে প্রতিযোগিতায়। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মান্নান।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর