thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মোহনবাগানের কাছে হারল ইস্টবেঙ্গল

২০১৪ জানুয়ারি ১২ ১৯:১৯:০৩
মোহনবাগানের কাছে হারল ইস্টবেঙ্গল

দ্য রিপোর্ট ডেস্ক : কলকাতা ডার্বিতে জয় পেয়েছে মোহনবাগ। তারা ১-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে।

যুবভারতীতে প্রথমার্ধে দাপট দেখিয়েছে মোহনবাগ; পরের অর্ধে নিজেদের চিনিয়েছে ইস্টবেঙ্গল। শুরুতে যেভাবে খেলেছে মোহনবাগ তাতে ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার কথা তাদের। কিন্তু না; ইস্টবেঙ্গলের রক্ষণদুর্গের ফাঁক গলে সাফল্য আদায় করে নিতে পারেনি তারা।

মূলত মোহনবাগের ২ ফুটবলার পঙ্কজ ও শঙ্করকে সামলাতেই রীতিমতো হিমশিম খেয়েছে লাল-হলুদ শিবির।

বিশ্রামের পর খেলার নিয়ন্ত্রণ নিয়েছে ইস্টবেঙ্গল। অবশ্য এই অর্ধেও ভাগ্য তাদের সহায় ছিল না। তাই বেঙ্গেলের জাল কাঁপিয়েছেন মোহনবাগের জাপানি ফুটবলার কাতসুমি। তার গোলে যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে উৎসব করেছে মোহনবাগান।

ইস্টবেঙ্গল একাদশ : গুরপ্রীত, নওবা, রাজু, গুরবিন্দর, সৌমিক, সুয়োকা, খাবরা, ডিকা, জোয়াকিম, কেভিন ও চিডি।

মোহনবাগান একাদশ : শিল্টন, প্রীতম, ইচে, রোউইনসন, শৌভিক, ডেনসন, সাবিথ, জাকির, পঙ্কজ, শঙ্কর এবং ওডাফা (কাতসুমি)।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর