thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

সাভারে পোশাক শ্রমিকের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১২ ২০:৩২:১৫
সাভারে পোশাক শ্রমিকের মৃত্যু

সাভার সংবাদদাতা : আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আব্দুল মজিদের ভাড়াটে বাড়ি থেকে রবিবার দুপুরে সাজেদা খাতুনের (২৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাজেদা সাতক্ষীরার কালিনগর এলাকার রামনগর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। সে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় তার স্বামী রায়হানের সঙ্গে পাশের স্কাইলাইন গার্মেন্টসে চাকরি করতো। তবে এ ঘটনার পর থেকে রায়হান পলাতক রয়েছে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মোল্লা দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত পোশাক শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে স্কাইলেন গ্রুপের প্রশাসনিক ব্যবস্থাপক মো. ফারুক হোসেন দ্য রিপোর্টকে জানান, শনিবার বিকেলে কারখানা ছুটির পর সাজেদা বাড়ি চলে যান। তবে রবিবার সকালে সহকর্মীদের কাছ থেকে তার মৃত্যুর সংবাদ শুনেছি। এ ছাড়া নিহতের স্বামী ফলডিং ম্যান রবিবার কারখানায় আসেননি বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এইচএসএম/ এনআই/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর