thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

কুমিল্লায় ডিসি অফিসে আগুন

২০১৪ জানুয়ারি ১২ ২০:৩৮:২২
কুমিল্লায় ডিসি অফিসে আগুন

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের পুরাতন কাগজপত্র ও চেয়ার-টেবিল পুড়ে গেছে বলে জানা যায়।

জেলা প্রশাসক ভবনের তিনতলার সিঁড়ি কোঠার রুমে রবিবার বিকেল ৩ টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. আবুল বাশার দ্য রিপোর্টকে জানান, ডিসি অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে অফিসের পুরাতন কাগজপত্র ও চেয়ার-টেবিল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের পিছনের অংশের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. তোফাজ্জল হোসেন মিয়াকে ফোনে চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এইচএসএম/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর