thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নতুন পদ্ধতিতে ডোপপাপীদের সন্ধান

২০১৪ জানুয়ারি ১২ ২০:৪১:৩৪
নতুন পদ্ধতিতে ডোপপাপীদের সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন পদ্ধতির দিকেই এগুছে ওয়াডা। শত বাধা-প্রতিবাদের মুখেও তারা সিদ্ধান্তে অনঢ়। তবে ডোপের নতুন পরীক্ষা নিয়ে একবারেই ভাবছেন না উসাইন বোল্ট৷ ডোপের নতুন নিয়ম অনুযায়ী, এবার বোল্টদের মাথার চুল পরীক্ষা করা হবে৷ এ নিয়ে বিতর্ক বিশ্বজুড়ে৷ কিন্তু ওয়াডা সিদ্ধান্ত নিয়েছে, এত দিন মূত্র ও রক্তের নমুনা পরীক্ষা করা হত৷ কিন্তু এখন মাথার চুলের পরীক্ষা দেশজুড়ে করা হবে৷ চুল-টুল যাই পরীক্ষা করা হোক তা নিয়ে একটুও উদ্বেগ নেই জ্যামাইকান গতিদানবের।

অবশ্য ওয়াডার নতুন নিয়মের কথা শুনে বিস্মিত বোল্টও৷ সদ্য দেশের সেরা ক্রীড়াবিদের সম্মান তিনি পেয়েছেন৷ জামাইকার এক অনুষ্ঠান মঞ্চ থেকে নামার পর তাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বোল্ট বলছেন, 'কোনো দিন এ রকম শুনিনি৷ তাও আমার কোনো অসুবিধে নেই৷ ডোপকে খেলার দুনিয়া থেকে তাড়াতে সব রকম পরীক্ষায় বসতে প্রস্তুত আমি৷'

বিশ্বসেরা গতিমানব বোল্টের মন্তব্যের পরই ওয়াডা কর্তা ক্রেগই রেইড পরিষ্কার বলেছেন, 'বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে ডোপের নিয়মও বদলে যাচ্ছে৷ সে জন্য আমরাও বাধ্য হচ্ছি, নতুন নতুন পরীক্ষা করতে৷ এবার মাথার চুলের পরীক্ষা করতে হবে৷ চুলের গ্রন্থি কোষ পরীক্ষা করে ডোপের প্রমাণ পাওয়া যাচ্ছে৷' নতুন এই পরীক্ষার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওয়াডাকে ১ কোটি ডলার অনুদান দিয়েছে৷

বিশ্বে সাড়া জাগানো জামাইকান এই তারকা নিয়ে এমনিতেই ওয়াডা আতঙ্কে রয়েছে৷ প্রথম সারির বেশ কিছু অ্যাথলেট ডোপের কারণে মাঠের বাইরে৷ ফলে এই দেশের ওপর নজর বেশি৷ শেরন সিম্পসন, ভেরিনিকা ক্যাম্পবেলের মতো তারকারা ডোপ টেস্টে ধরা পড়ে ট্র্যাকের বাইরে৷' বছর তিনেক আগে ফ্রান্সে এই পরীক্ষা চালু হয়েছে৷ ভালো ফল পাওয়ার পরই ওয়াডা গোটা বিশ্বে তা চালু করার চেষ্টা করছে৷

(দ্য রিপোর্ট/এএস/ এনআই/ জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর