thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শুরুটা ভালো হল না জামালের

২০১৪ জানুয়ারি ১২ ২০:৫৬:১৫
শুরুটা ভালো হল না জামালের

দ্য রিপোর্ট প্রতিবেদক : সামিট ওপেন গলফের প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে রয়েছেন সাখাওয়াত হোসেন সোহেল ও মিলন আহমেদ। কুর্মিটোলা গলফ কোর্সে রবিবার ২ জনই পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। তবে প্রত্যাশিত শুরু করতে পারেননি জামাল হোসেন মোল্যা। পারের চেয়ে এক শট বেশি খেলে ১৬তম স্থানে আছেন পিজিটিএ (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) তারকা।

প্রথম রাউন্ড শেষে জামাল বলেছেন, ‘শুরুটা প্রত্যাশিত হয়নি। এখনই হতাশ হওয়ার কিছু নেই। সামনে ৩ রাউন্ড রয়েছে।’ একাদশ এসএ গেমসে দলগত ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ উপহার দেওয়া দুলাল হোসেন পারের সমান শট খেলে একাদশ স্থানে আছেন। এস এ গেমসে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া অপর গলফার জাকিরুজ্জামান আছেন লিডার্স বোর্ডের দ্বাদশস্থানে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১২, ১০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর