thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শারদের পরামর্শ নিচ্ছে শ্রীলঙ্কা পরিদর্শক দল

২০১৪ জানুয়ারি ১২ ২০:৫৯:৪৪
শারদের পরামর্শ নিচ্ছে শ্রীলঙ্কা পরিদর্শক দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কান হাই কমিশনার হচ্ছেন শারদ কুমার। শ্রীলঙ্কার বাংলাদেশ সফর নিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করতে এখন ঢাকায় অবস্থান করছেন ২ পর্যবেক্ষক শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী অজিত জয়াসেকারা ও সহ-সভাপতি মোহন ডি সিলভা। দুপুরে ঢাকায় এসেই সন্ধ্যায় শারদের পরামর্শ নিতে গেছেন ২ জন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র।

এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘হ্যাঁ, তাদের (পরিদর্শক দলের) শ্রীলঙ্কা হাই কমিশনারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেটি আজই।’

সুজন আরও বলেছেন, ‘এ বিষয়ে কিছু জানি না। হয়ত নিরাপত্তা বিষয় নিয়েই আলোচনা করবে।’ তবে বিসিবি’র একটি সূত্র নিশ্চিত করেছে, নিরাপত্তা বিষয় সম্পর্কে জানার সঙ্গে কী কী করলে শ্রীলঙ্কা দল আসলে কোনো সমস্যা হবে না; এ সম্বন্ধে পরামর্শ নিতেই শারদের দ্বারস্থ হয়েছেন জয়াসেকারা ও সিলভা।

শ্রীলঙ্কান হাই কমিশনারের সঙ্গে দেখা করার পর সোমবার চট্টগ্রামে যাবে পরিদর্শক দল। সুজনই জানিয়েছেন, ‘সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করবে পরিদর্শক দল।’

সুজনের মুখ থেকে পরিদর্শক দলের সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনের কথা বের হয়নি। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে সিলেটে হওয়ার কথা। সুজন জানিয়েছেন, ‘সিলেটে একটি খেলা রয়েছে। কিন্তু এখনও নিশ্চিত নই যে তারা সিলেটে যাবে। আগে চট্টগ্রাম ও ঢাকার স্টেডিয়াম পরিদর্শন করবে। এরপর সিদ্ধান্ত হবে হয়ত।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর