thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রিয়ালের কষ্টার্জিত জয়

২০১৪ জানুয়ারি ১৩ ১৩:৫৩:২২
রিয়ালের কষ্টার্জিত জয়

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের লা লিগায় ঘামঝরানো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ১-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে।

এস্পানিওলের মাঠে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধে গোল খরা কাটিয়েছে রিয়াল। ৫৫ মিনিটে হেডে স্বাগতিকদের জাল কাঁপিয়েছেন পেপে। লুকা মরদিচের ক্রস থেকে গোল করেছেন তিনি।

চলতি মৌসুমে খুব বেশি গোল করতে পারেননি পেপে। সব মিলে এ বছর প্রতিপক্ষের জালে ৩ বার বল পাঠিয়েছেন তিনি। আর এস্পানিওলের মাঠে গোল করে তিনিই তো জয়ের নায়ক।

ক্রিশ্চিয়ানো রোনালদো, গেরেথ বেলে ও করিম বেনজেমারা শত চেষ্টা করেও জালের নাগাল খোঁজে পেতে ব্যর্থ হয়েছেন। তাই ম্যাচ শেষে জয়ের নায়ক পেপেই।

গত শনিবার বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটিও হয়েছে গোলশূন্য ড্র। সে হিসেবে ভাগ্যবান রিয়াল। পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা।

এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা। আর দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের পয়েন্টও সমান ৫০।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর