thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সুয়ারেজের জোড়া গোলে জয়ী লিভারপুল

২০১৪ জানুয়ারি ১৩ ১৪:০৩:৫৮
সুয়ারেজের জোড়া গোলে জয়ী লিভারপুল

দ্য রিপোর্ট ডেস্ক : লুই সুয়ারেজের দুর্দান্ত পারফর্মে সহজ জয় পেয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল। তার জোড়া গোলে রেডরা ৫-৩ গোলে জিতেছে স্টোক সিটির বিপক্ষে।

ব্রিটানিয়া স্টেডিয়ামে লিভারপুলের শুরুটা ভালো হলেও প্রতিপক্ষ শিবিরে ছিল বিষাদের ছায়া। কারণ খেলার ৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে গেছে সফরকারীরা। ভুলে নিজেদের জালেই বল জড়িয়েছেন স্টোক সিটির রায়ান শোক্রস।

দ্বিতীয় গোল পেতে লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে ২৮ মিনিট পর্যন্ত। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন উগুরুয়ের সুয়ারেজ। অবশ্য বিরতিতে যাওয়ার আগে নিজেদের চিনিয়েছে স্বাগতিকরা। ৩৯ ও ৪৫ মিনিটে ২টি গোল করে সমতায় ফিরেছে তারা। যদিও তা ধরে রাখতে পারেনি দলটি।

বিশ্রামের পর আবারও এগিয়ে গেছে লিভারপুল (৩-২)। গোল করেছেন স্টিভেন গেরার্ড। ক্লাবের হয়ে ৬৫০ ম্যাচ খেলেছেন এই ফুটবলার। ৭১ মিনিটে ব্যবধান ৪-২ এ উন্নীত করেছেন সুয়ারেজ।

৮৫ মিনিটে আরেকটি গোল পরিশোধ করলেও লিভারপুলের জয়ের পথে কোনো অন্তরায় তৈরি করতে পারেনি স্বাগতিকরা। ৮৭ মিনিটে শেষবারের মতো তাদের জালে বল পাঠিয়েছেন ড্যানিয়েল স্টুরিজ।

২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আবারও রেসে ফিরেছে লিভারপুল। তাদের অবস্থান এখন টেবিলের ৪ নাম্বারে। ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর