thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিশ্বের পঞ্চম ‘শ্রদ্ধাভাজন ব্যক্তি’ শচীন

২০১৪ জানুয়ারি ১৩ ১৬:৪২:৫০
বিশ্বের পঞ্চম ‘শ্রদ্ধাভাজন ব্যক্তি’ শচীন

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের পঞ্চম ‘শ্রদ্ধাভাজন ব্যক্তি’ হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার। ১৩টি দেশের ভক্তদের ভোটে ৩০ জনের মধ্যে পঞ্চম হয়েছেন লিটল মাস্টার।

বিশ্বের সবচেয়ে বেশি ‘শ্রদ্ধাভাজন ব্যক্তি’ নির্বাচিত করতে গিয়ে জরিপ পরিচালনা করেছে ইউ গোভ ফর দ্য টাইমস। প্রতিষ্ঠানটির জরিপে অংশ নিয়েছেন ১৪ হাজার ব্যক্তি। জরিপে অংশ নেওয়া দর্শকরা হলেন ইংল্যান্ড, ভারত, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চীন, মিশর, নাইজেরিয়া ও ব্রাজিলের।

খেলোয়াড়দের মধ্যে শচীনের পরেই আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তালিকায় তার অবস্থান ১৫তম। মেসির ৩ ধাপ আগে রয়েছেন পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান (১২তম)। ২২তম স্থানে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও যুক্তরাষ্ট্রের বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডনের অবস্থান ২১তম।

৩০ জনের তালিকায় সবার আগে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার পরেই রয়েছেন যথাক্রমে যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (দ্বিতীয়), রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (তৃতীয়), পোপ ফ্রান্সিস (চতুর্থ) ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিং (ষষ্ঠ)।

(দ্য রিপোর্ট/সিজি/এএইচ/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর