thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভেনাসের কান্নায় শুরু অস্ট্রেলিয়ান ওপেন

২০১৪ জানুয়ারি ১৩ ১৮:১২:০৭
ভেনাসের কান্নায় শুরু অস্ট্রেলিয়ান ওপেন

দ্য রিপোর্ট ডেস্ক : হাসি খুশি বদনেই কোর্টে প্রবেশ করেছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নাম্বার ভেনাস উইলিয়ামস। ম্যাচ শেষে মলিন ছিল কৃষ্ণকলির মুখখানা। কারণ চোখের কোণে অশ্রু নিয়ে কোর্ট ছেড়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামসের বোন।

রাশিয়ান তারকা ইকাতেরিনা মাকারোভার সঙ্গে আড়াই ঘণ্টা লড়াই করেও তৃপ্তির হাসি হাসতে পারেননি ভেনাস। যদিও শুরুটা ভালোই করেছিলেন ৭টি গ্ল্যানস্লাম জয়ী ভেনাস। প্রথম সেটে জিতেছিলেন ৬-২ গেমে।

কিন্তু ম্যাচের পরের অংশটুকু শুধু রাশিয়ান তারকার। দ্বিতীয় সেটে ৬-৪ ও তৃতীয় ও শেষ সেটে ৬-৪ গেমে তাকে হারিয়ে প্রতিযোগিতার পরবর্তী পর্বের খেলা নিশ্চিত করেছেন ইকাতেরিনা মাকারোভা।

ভেনাস অঘটনের শিকার হলেও জয় পেয়েছেন চীনের লি না। তিনি ৬-২ ও ৬-০ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার আনা কোনজুহকে।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর