thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফাইনালে আবাহনী ও ঊষা

২০১৪ জানুয়ারি ১৩ ১৮:১৫:৫৪
ফাইনালে আবাহনী ও ঊষা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইউসিবি ক্লাব কাপ হকির ফাইনালেন উঠেছে আবাহনী লিমিডেট ও ঊষা ক্রীড়া চক্র। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আবাহনী ৭-০ গোলে হারিয়েছে অ্যাজাক্স এসসিকে। দ্বিতীয় সেমিফাইনালে ঊষা ৫-১ গোলে জিতেছে সোনালী ব্যাংকের বিপক্ষে।

সোমবার প্রথম সেমিফাইনালে ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান এগিয়ে দিয়েছেন আবাহনীকে। ১৮ মিনিটে দ্বীন ইসলাম ও ৩৩ মিনিটে হাসান যুবায়ের নিলয় গোল করলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফেভারিটরা। দ্বিতীয়ার্ধে শেখ মোহাম্মদ নান্নু, রোম্মান সরকার, পুস্কার ক্ষিসা মিমো ও রায়হান উদ্দিন একটি করে গোল করলে ৭-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী।

অপর সেমিফাইনালে ২ মিনিটে জাহিদ বিন তালিব শুভর ফিল্ড গোলে এগিয়ে গেছে ঊষা। ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন রিমন কুমার ঘোষ। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যধান আরও বাড়িয়ে দিয়েছেন মামুনুর রহমান চয়ন (৩-০)। ১৯ মিনিটে সোনালী ব্যাংকের মানিক একটি গোল পরিশোধ করেছেন (১-৩)। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষার হয়ে চতুর্থ গোলটি করেছেন বেলাল হোসেন। ৪১ মিনিটে জাহিদ বিন তালিব শুভ দলের পক্ষে পঞ্চম ও ব্যক্তিগত দ্বিতীয় করলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঊষা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর