thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ক্রীড়াঙ্গনে স্বচ্ছতার ওপর জোর দিলেন জয়

২০১৪ জানুয়ারি ১৩ ২১:০৯:৫১
ক্রীড়াঙ্গনে স্বচ্ছতার ওপর জোর দিলেন জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সোমবার মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস অতিবাহিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারও।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিছেন মন্ত্রনালয়ের সচিব নূর মোহাম্মদ।

এ সময় উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, ‘ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি এ দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট থাকব।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ‘ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্যে অনেক। আমাদের চেষ্টা থাকবে সাফল্যের ধারাবাহিকতা আরও এগিয়ে নেওয়া ‘

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/জানুয়ারি ১৩.১০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর