thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শীর্ষেই সোহেল

২০১৪ জানুয়ারি ১৩ ২১:১৪:২৩
শীর্ষেই সোহেল

দ্য রিপোর্ট প্রতিবেদক: সামিট ওপেন গলফে শীর্ষস্থান ধরে রেখেছেন সাখাওয়াত হোসেন সোহেল। ২ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন তিনি। সমান স্কোর করে তার সঙ্গী হয়েছেন জাতীয় দলেরই আরেক গলফার নাজিমউদ্দিন।

বাংলাদেশ পেশাদার গলফার্স এসোসিয়েশন (বিপিজিএ) আয়োজিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে পারের চেয়ে ৫ শট কম খেলেছিলেন সোহেল। সোমবার দ্বিতীয় রাউন্ডে খেলেছেন ২ শট কম। প্রথম রাউন্ডে পারের সমান শট খেলে ১১তম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠেছেন দুলাল হোসেন। এই রাউন্ডে তিনি পারের চেয়ে ৩ শট কম খেলেছেন। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট বেশি খেলা মিলন হোসেন শীর্ষস্থান থেকে ছিটকে দুলাল হোসেনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

১৬তম স্থান থেকে এক লাফে তৃতীয়স্থানে উঠেছেন জামাল হোসেন মোল্যা। দ্বিতীয় রাউন্ডে তিনি পারের চেয়ে ৪ শট কম খেলেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/জানুয়ারি ১৩, ১০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর