thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ব্যালন ডি’ওর জিতলেন রোনালদো

২০১৪ জানুয়ারি ১৪ ০১:০৯:৩৩
ব্যালন ডি’ওর জিতলেন রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক : গত বছর নিজের নামে জাদুঘর নির্মাণ করেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে জেতা বিভিন্ন ‍পুরস্কার ও পদক সেখানে রাখবেন বলেই তার এ প্রয়াস। ওই খানে নিজের সব পুরস্কার রাখলেও একটা জায়গা ফাঁকা রেখেছিলেন। কারণ আর কি? হয়তো দৈববাণী পেয়েছিলেন; আবারও জিতবেন ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার। হয়েছেও তাই। মেসি রাজত্বের অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

পুরস্কার পাওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্পেনের ক্লাব বার্সেলোনার গোলমেশিন মেসি ও ফ্রান্সের মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরিকে। ২০০৮ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় প্রথমবার জিতেছিলেন ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার। দীর্ঘদিন প্রতীক্ষার পর আবারও তার মাথায় উঠেছে বর্ষসেরার পুরস্কারটি।

অবশ্য পুরস্কার না জেতার পেছনে মূল কারণ ছিলেন মেসি। ক্লাব বার্সা ও দেশ আর্জেন্টিনার হয়ে দুদান্ত পারফর্ম করে পুরস্কারটি যেন নিজের করে নিয়েছিলেন ২৬ বছর বয়সী! শেষপরর‌্যন্ত মেসিকে রাজ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন রোনালদো। টানা ৪ বার ফিফার বর্ষসেরা তথা ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা মেসিকে হটিয়ে অ্যাওয়ার্ড জিতেছেন ২৮ বছর বয়সী রোনালদো।

গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন রোনালদো। সবধরনের প্রতিযোগিতা মিলে (দেশ ও ক্লাব) গত বছর (২০১৩) ৫৬ ম্যাচ খেলে ৬৬ গোল করেছেন তিনি। তার দুর্দান্ত হ্যাটট্রিকে গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে পর্তগাল নিশ্চিত করেছিল ব্রাজিল বিশ্বকাপের টিকিট। কম যাননি মেসিও। গত বছর সবধরনের প্রতিযোগিতা মিলে (দেশ ও ক্লাব) ৪৫ ম্যাচে ৪২ গোল করেছেন মেসি। আর উরুর চোটের জন্য প্রায় ৬ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। তার পরও স্পেনের ক্লাব বার্সাকে লা লিগা ও স্প্যানিশ কাপের ট্রফি পেতে অবদান রেখেছেন তিনি।

মেসি-রোনালদোর বাইরে গত বছর ফর্মের আলো ছড়িয়েছেন ফ্রান্সের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি। এ জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে তিনি জায়গা পেয়েছেন চূড়ান্ত ৩ জনের তালিকায়। জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে অসাধারণ খেলেছেন তিনি। তার ফর্মের পাখায় ভর করে গত মৌসুমে ৫ টি শিরোপা জিতেছে বায়ার্ন। এর মধ্যে রয়েছে বুন্ডেসলিগা, জার্মান কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সুপার লিগ ও ক্লাব বিশ্বকাপের ট্রফি। গত মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ২৮ ম্যাচ খেলে ১২ গোল করেছেন তিনি।

একনজরে ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকা:

ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার (পুরুষ): ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল; ক্লাব রিয়াল মাদ্রিদ)
ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার (প্রমীলা): নাডিনে অ্যাঙ্গেরের (গোলরক্ষক জার্মানি)

ফিফা বর্ষসেরা (পুরুষ) কোচ : জুপ হেইঙ্কস (বায়ার্ন মিউনিখ)

ফিফা বর্সসেরা (প্রমীলা) কোচ : সিলভিয়া নেইড (জার্মানি)

ফিয়ার প্লে অ্যাওয়ার্ড : আফগানিস্তান ফুটবল ফেডারেশন

পুস্কাস অ্যাওয়ার্ড : জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন; ক্লাব প্যারিস সেন্ট-জারমেইঁ)

ফিফা বর্ষসেরা বিশ্ব একাদশ : গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার (বায়ার্ন মিউনিখ-জার্মানি), মিডফিল্ডার্স জাভি (স্পেন; ক্লাব বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন; বার্সেলোনা), ফ্রাঙ্ক রিবেরি (ফ্রান্স; ক্লাব বায়ার্ন মিউনিখ), ডিফেন্ডার্স দানি আলভেস (ব্রাজিল; ক্লাব বার্সেলোনা)ফিলিপ লাম (জার্মানি; ক্লাব বায়ান মিউনিখ), থিয়াগো সিলভা (ব্রাজিল; ক্লাব প্যারিস সেন্ট-জারমেইঁ), সার্জিও র‌্যামোস (স্পেন; ক্লাব রিয়াল মাদ্রিদ), ফরোয়ার্ডস ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল; রিয়াল মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন; ক্লাব প্যারিস সেন্ট-জারমেইঁ) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা; ক্লাব বার্সেলোনা)।

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর