thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দ্বিতীয় রাউন্ডে ফেদেরার

২০১৪ জানুয়ারি ১৪ ১৭:১০:২০
দ্বিতীয় রাউন্ডে ফেদেরার

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাবেক বিশ্বসেরা রজার ফেদেরার। প্রথম রাউন্ডে তিনি হারিয়েছেন জেমস ডাকওর্থকে।

এ নিয়ে গ্ল্যান্ডস্লাম টুর্নামেন্টে টানা ৫৭ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। কোর্টের লড়াইয়েও দুর্দান্ত করেছেন ফেদেরার। তার কাছে পাত্তাই পাননি ডাকওর্থ। প্রতিপক্ষকে ৬-৪, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়ে আসরের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী সুইস তারকা।

এ দিকে প্রমীলা বিভাগে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি ৭-৬ ও ৬-২ গেমে জিতেছন জোহাননা লারসনের বিপক্ষে। আর সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি ৬-০ ও ৬-২ গেমে পরাজিত করেছেন দোমিঙ্গুজ লিনোকে।

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর