thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

প্রধানমন্ত্রীর আশ্বাস, আশ্বস্ত এসএলসি

২০১৪ জানুয়ারি ১৫ ১৮:০৫:১৯
প্রধানমন্ত্রীর আশ্বাস, আশ্বস্ত এসএলসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে আসন্ন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লঙ্কান হাইকমিশনকে আশ্বস্ত করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) তাতে আশ্বস্ত হয়েছে। তাই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নিয়ে আর কোনো সমস্যাই রইল না। তবে সিরিজে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে যে প্রথম ওয়ানডে হওয়ার কথা তা হবে না।

শ্রীলঙ্কান নিরাপত্তা পর্যবেক্ষক কমিটি চট্টগ্রাম ও ঢাকা পরিদর্শন করেও সন্তুষ্টি প্রকাশ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কান হাই কমিশনার শারদ কুমারকে নিরাপত্তার বিষয় নিয়ে আশ্বাস দেওয়ায় এখন সিরিজ আরও নিশ্চিত হয়ে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কান হাই কমিশনে আশ্বস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। এরপর এসএলসি’র সহ-সভাপতি ডি সিলভা সিরিজ নিয়ে বলেছেন, ‘আমরা নিরপত্তা বিষয়গুলো খুঁটিয়ে দেখেছি। কোনো সমস্যা মনে হয়নি। তবে সিলেটের বিষয়টি আমাদের সূচিতে নেই।’

প্রধানমন্ত্রীর আশ্বাস দেওয়ার বিষয়ে সিলভা নিশ্চিত করেছেন। বলেছেন,‘প্রধানমন্ত্রী এরই মধ্যে শ্রীলঙ্কান হাই কমিশনকে নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাতে এসএলসি’ও সন্তুষ্ট। তবে সবকিছুই আসলে নির্ভর করে ক্রিকেটারদের আসার ইচ্ছের উপর। কারণ, এর আগে একটি দেশে (পাকিস্তানে) নিরাপত্তা বিষয়টি নিয়ে অনেক সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে। তবে এখন যে পরিস্থিতি তাতে শ্রীলঙ্কা না আসার কোনো কারণ নেই।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর