thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

খসড়া আচরণবিধি চূড়ান্ত

২০১৩ অক্টোবর ৩০ ১৫:০৭:১৮
খসড়া আচরণবিধি চূড়ান্ত

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারের সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। এমন বিধান রেখে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। খসড়া আচরণবিধি রবিবার নাগাদ ওয়েবসাইটে দেওয়া হবে। ওয়েবসাইটে দেওয়ার সাতদিনের মধ্যে যে কেউ খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত দিতে পারবেন। এরপর সবার মতামত নিয়ে আচরণবিধি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনে বুধবার সংক্ষিপ্ত ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

নির্বাচন আচরণবিধি চূড়ান্ত করতে সকাল ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও মো. শাহ নেওয়াজ, আবদুল মোবারক, আবু হাফিজ, নির্বাচন কমিশন সচিব ড. সাদিক হাসানসহ কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/জেজেড/এএস/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর