thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ব্ল্যাকবার্নের জালে ৫ গোল ম্যানসিটির

২০১৪ জানুয়ারি ১৬ ১৪:৩৬:৫৭
ব্ল্যাকবার্নের জালে ৫ গোল ম্যানসিটির

দ্য রিপোর্ট ডেস্ক : এফএ কাপের তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নেগ্রেদো ও জেকোর জোড়া গোলে তারা ৫-০ ব্যবধানে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে।

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বৃষ্টি হলেও তা খেলায় বাধা সৃষ্টি করেনি। বরং স্বস্তি এনে দিয়েছে ম্যানসিটি শিবিরে। আলতো বৃষ্টির ছোঁয়ায় গোল উৎসব করেছে তারা।

অবশ্য প্রথম গোলের জন্য ম্যানসিটিকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর‌্যন্ত। এই অর্ধে গোল করেছেন নেগ্রেদো। আর বিরতির পর ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন তিনি।

নেগ্রোদোর জোড়া গোলের পর প্রতিপক্ষের জালে আরও ৩ বল পাঠিয়েছে ম্যানসিটি। ২টি গোল করেছেন জেকো। বাকি গোলটি আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর।

এ দিকে ইতালির কোপা ইতালিয়ায় জয় পেয়েছে এসি মিলান। তারা ৩-১ গোলে হারিয়েছে স্পেজিয়াকে। একটি করে গোল করেছেন রবিনহো, পাজ্জিনি ও হোন্ডা।

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর