thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হরতালে ৭০ মামলা, আসামি ১৫০০

২০১৩ অক্টোবর ৩০ ১৮:৪০:৪৫
হরতালে ৭০ মামলা, আসামি ১৫০০

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালে রাজধানীতে ৭০টি মামলা দায়ের করেছে পুলিশ। এ সব মামলায় আসামি করা হয়েছে দেড় হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে। আটক দেখানো হয়েছে ১৭০ জনকে ।

ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ দিরিপোর্ট২৪কে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, সহিংসতার ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এসব মামলায় গুরুত্বপূর্ণ কাউকে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

গত ২৫ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের জোটের সমাবেশ থেকে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া টানা ৬০ ঘণ্টার হরতালের ডাক দেন। ২৬ আগস্ট শনিবার থেকে রাজধানীতে শুরু হয় সহিংস ঘটনা। ২৯ আগস্ট হরতাল শেষ হওয়ার আগ পর্যন্ত রাজধানীতে বিপুল সংখ্যক ককটেলের বিস্ফোরণ ঘটে। অগ্নিসংযোগ করা হয় যানবাহনে।

ডিএমপি মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ নিশ্চিত করেন, রাজধানীতে এই সকল ঘটনায় প্রায় ৭০টি মামলা দায়ের করা হয়েছে। আর এ সকল মামলায় প্রায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মোট ১৭০ জনকে।

তিনি বলেন, হরতালের দ্বিতীয় দিনে ৫৮ জনকে আটক করা হয়। এছাড়াও তৃতীয় দিনে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪১ জন পিকেটারকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, হরতালের আগের দিন ২৭ আগস্ট থেকে হরতাল শেষ হওয়া পর্যন্ত প্রায় অর্ধশতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

(দিরিপোর্ট২৪/এস/ডি/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর