thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

২০১৪ জানুয়ারি ১৬ ১৫:৫৭:২৮
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মানিক (১৮)। তিনি জেলার সদর উপজেলার মধ্য হাড়োয়া দেবীরডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দেবীরডাঙ্গা-নীলফামারী সড়কের মিশন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মানিক কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে সাইকেলযোগে উপজেলা শহরে আসছিলেন। আসার পথে ওই স্থানে আসামাত্র একটি ট্রাক্টর তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট মানিককে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টরটি আটক করেছেন এলাকাবাসী।

(দ্য রিপোর্ট/এএএম/এএস/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর