thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বিদায়ী ম্যাচে শচীনের ‘৭৯’

২০১৩ অক্টোবর ৩০ ১৮:৪৬:১৪
বিদায়ী ম্যাচে শচীনের ‘৭৯’

দিরিপোর্ট২৪ ডেস্ক : শচীন টেন্ডুলকারের কাছে ঘরোয়া ক্রিকেট থেকে বিদায়ের মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে। অবসর নেওয়ার আগে ক্যারিয়ারের শেষ রঞ্জি ট্রফিতে অপরাজিত ৭৯ রান করেছেন তিনি। হরিয়ানার বিপক্ষে তার দল মুম্বাই জিতেছে চার উইকেটে।

চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ৩৯ রান। হাতে ছিল চার উইকেট। তাতে মুম্বাইয়ের কোনো সমস্যা হয়নি। প্রথম ইনিংসে পাঁচ রান করলেও দ্বিতীয় ইনিংসে হার না মানা ৭৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লিটলমাস্টার।

ক্যারিয়ারে ৩০৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন শচীন। তার ব্যাটে এসেছে ২৫৩১২ রান। এছাড়া ৮১টি শতক হাঁকিয়েছেন টেস্ট ও ওয়ানডে মিলে শতকের শতক করা শচীন।

দিরিপোর্ট২৪/সিজি/এইচএসএম/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর