thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাদাল, ফেদেরার-শারাপোভার জয়

২০১৪ জানুয়ারি ১৬ ১৮:০১:৪১
নাদাল, ফেদেরার-শারাপোভার জয়

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন স্পেনের রাফায়েল নাদাল ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার। আর প্রমীলা বিভাগে তৃতীয় রাউন্ডে উঠেছেন সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভা।

বিশ্বসেরা নাদালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি অস্ট্রেলিয়ান টিনএজার থানাসি কোক্কিনাকিস। তাকে সরাসরি সেটে হারিয়েই তৃতীয় রাউন্ডে উঠেছেন স্প্যানিশ তারকা। থানাসিকে ৬-২, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন নাদাল।

নাদালের সঙ্গে তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরারও। ১৭টি গ্ল্যান্ডস্লাম জয়ী তারকা ৬-২, ৬-১ ও ৭-৬ (৭-৪) গেমে জিতেছেন ব্ল্যাজ কাভসিকের বিপক্ষে।

এদিকে প্রমীলা বিভাগে ঘামঝরানো জয় পেয়েছেন শারাপোভা। রাশান তারকা ৬-৩, ৪-৬ ও ১০-৮ গেমে হারিয়েছেন ইতালির কারিন নাপকে।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর