thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

এশিয়া কাপে থাকছে পাকিস্তানও

২০১৪ জানুয়ারি ১৬ ১৮:১৩:৩৬
এশিয়া কাপে থাকছে পাকিস্তানও

দ্য রিপোর্ট প্রতিবেদক : এশিয়া কাপ নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেই যে এশিয়া কাপ হচ্ছে সেই ঘোষণা দিয়েছে এসিসি। একইসঙ্গে টুর্নামেন্টের সূচিও ঘোষণা করা হয়েছে। সঙ্গে এসিসি জানিয়েছে পাকিস্তানও থাকছে এশিয়া কাপে। অর্থাৎ স্বাগতিক বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। এসিসি’র প্রধান নির্বাহী আশরাফুল হক এ ঘোষণা দিয়েছেন।

আশরাফুল হক বলেছেন, ‘বাংলাদেশেই হচ্ছে এশিয়া কাপ। এ নিয়ে কোনো শঙ্কা নেই। সংশয় থাকা উচিতও না। পাকিস্তানও খেলবে।’ অবশ্য শেষপর্যন্ত নিরাপত্তা অজুহাতে পাকিস্তান না খেললেও এশিয়া কাপ হবে তাও জানিয়েছেন আশরাফুল হক। বলেছেন, ‘এর আগেও এশিয়া কাপে কোনো দল না খেললে টুর্নামেন্ট ঠিকই হয়েছে। এবারও হবে। আশা করি পাকিস্তান খেলবে। তাদের পক্ষ থেকে নেতিবাচক কিছু শুনিনি। যদি শেষপর্যন্ত পাকিস্তান নাও খেলে তাও এশিয়া কাপ হবে।’

আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়া কাপ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ৫টি ম্যাচ হবে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরের ৫টি গ্রুপ পর্বের ম্যাচ হবে ও ৮ মার্চ হবে ফাইনাল ম্যাচ। পয়েন্ট তালিকায় সেরা ২টি দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। ১২ দিনে মোট ১১ টি ম্যাচ হবে। প্রতিটি দল গ্রুপ পর্বে ৪টি করে ম্যাচ খেলবে।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের প্রাইজ মানিও ঘোষণা করা হয়েছে। মোট প্রাইজমানি থাকছে ২ লাখ ৬০ হাজার ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার ডলার। রানার্সআপ দল পাবে ৩০ হাজার ডলার। ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা পাবেন ৭ হাজার ৫০০ ডলার। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ১২ হাজার ৫০০ টাকা। প্রতিটি গ্রুপ ম্যাচের জয়ী দল পাবে ১০ হাজার ডলার ও ম্যাচ সেরা পাবেন ৫ হাজার ডলার।

এশিয়া কাপের সূচি :

তারিখ প্রতিপক্ষ ভেন্যু

২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ফতুল্লা

২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ফতুল্লা

২৭ ফেব্রুয়ারি আফগানিস্তান-পাকিস্তান ফতুল্লা

২৮ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কা ফতুল্লা

১ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ফতুল্লা

২ মার্চ ভারত-পাকিস্তান মিরপুর

৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা মিরপুর

৪ মার্চ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর

৫ মার্চ আফগানিস্তান-ভারত মিরপুর

৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর

৮ মার্চ ফাইনাল মিরপুর

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর