thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মোহামেডানকে ছাড়া প্রিমিয়ার লিগ!

২০১৪ জানুয়ারি ১৬ ১৮:২৬:১৯
মোহামেডানকে ছাড়া প্রিমিয়ার লিগ!

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। এবারই প্রথম লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে মোহামেডানকে ছাড়া। নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলায় বর্তমান কমিটির তত্ত্বাবধানে কোনো কর্মকাণ্ডেই অংশ নেবে না ঐতিহ্যবাহী দলটি। তাদের সঙ্গে যোগ দিয়েছে মেরিনার, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং। তাই ১১ দলের মধ্যে ৭টি দল নিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ।

আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, আজাদ স্পোর্টিং ক্লাব, সোনালী ব্যাংক, সাধারণ বীমা, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবারের লিগে। তবে লিগে আরো প্রতিদ্বন্দ্বিতা আনতে মোহামেডানসহ অন্য ৩টি ক্লাবকে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন ফেডারেশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার।

তিনি বলেছেন, ‘মোহামেডানসহ অন্য ক্লাবগুলোকে খেলানোর জন্য আমরা চেষ্টা করেছি। তাদের জন্য দেরি করে ২০১৩ এ লিগ শুরু করতে হচ্ছে আমাদের। জাতীয় দলের অনেক সিনিয়র খেলোয়াড়ই আবাহনী-ঊষায় খেলছেন। আমার মনে হয় লিগে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা কম থাকবে না।’

যে ক্লাবগুলো লিগে অংশগ্রহণ করছে না নিয়মানুযায়ী তাদের অবস্থান হবে প্রথম বিভাগ লিগে। কিন্তু সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় আলোচনার পর বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছেন তারা।

শনিবার ঊষা ক্রীড়া চক্র ও ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের লিগের। এ দিনই মোকাবেলায় নামবে আবাহনী ও আজাদ স্পোর্টিং ক্লাব।

এ লিগে এবার পৃষ্ঠপোষকতা করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পাবে যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতা যথাক্রমে ১০ হাজার করে পাবেন। ফেয়ার প্লে খেলার জন্য রয়েছে ট্রফি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর