thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শাকিল-রক্সে স্বস্তি রাসেলের

২০১৪ জানুয়ারি ১৬ ২০:১০:৫৪
শাকিল-রক্সে স্বস্তি রাসেলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে অঘটনের শিকার হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃহস্পতিবার ফেনী সকার ক্লাবকে ২-০ গোলে হারিয়ে স্বরুপে ফিরেছে ব্লুজ শিবির। বিজয়ী দলের শাকিল ও মরোক্কান ফরোয়ার্ড ইউনুস রক্স একটি করে গোল করেছেন।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে শেখ রাসেল। সমান ম্যাচে এক পয়েন্ট পেয়ে টেবিলের তলানী থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী সকার। অন্যদিকে ৩ ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল এবং ২ জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকার বাইরের দলটির বিপক্ষে শুরুতে অপরিচিতই মনে হয়েছে ব্লুজ শিবিরের ফুটবলারদের। অপেক্ষাকৃত কমশক্তির দল সকারের বিপক্ষে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের বিপদ সীমানায় ডানপ্রান্ত দিয়ে মিঠুনের চৌধুরীর ক্রসে বক্স থেকে উড়ন্ত বলে মিডফিল্ডার শাকিলের হেড উৎসবের উপলক্ষ্য তৈরি করে দিয়েছিল শেখ রাসেল শিবিরে। ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। ডানপ্রান্ত থেকে মিঠুনের বাড়ানো বলে প্রেসিং শটে গোল করেছেন ইউনুস রক্স (২-০)।

প্রথমার্ধেও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে শেখ রাসেলের ফুটবলাররা। তা না হলে ব্যবধান আরো বড় হতে পারতো। ২৫ মিনিটে জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিনের শট ফিরিয়ে দিয়েছেন সকারের গোলরক্ষক মোস্তাফিজ আহমেদ উজ্জল। ৩৪ মিনিটে একইভাবে দলকে আরেকবার রক্ষা করেছেন এই গোলরক্ষক। বক্সের মধ্যে শাকিলের শট আটকে দিয়েছেন তিনি। ৪০ মিনিটে গোলরক্ষকে একটা পেয়েও ব্যর্থ হয়েছেন ইউনুস রক্স। তার শটে বল গেছে পোস্টের অনেক উপর দিয়ে।

বিরতির পর আরও একবার গোলে সুযোগ পেয়েছিলেন শেখ রাসেলের ফুটবলাররা। এবারও বক্স থেকে রক্সের শট গেছে পোস্টের উপর দিয়ে। প্রতিপক্ষে ৯ জন খেলোয়াড় ডিফেন্সে নেমে খেলেছে বলে জিততে কষ্ট হয়েছে শেখ রাসেলের। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন কোচ মারুফুল হকের। তার ভাষ্য, ‘প্রতিপক্ষ অতিমাত্রায় ডিফেন্সিভ খেলেছে। তাদের ৯ জন খেলোয়াড়ই ছিল ডিফেন্সে। তাই জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে ছেলেদের। হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দের স্বদেশি পাসকেল দলের সঙ্গে যোগ দিয়েছে। সবাই বলছে সে নাকি নর্দের চেয়ে ভালো মানের খেলোয়াড়। কিন্তু তার খেলা না দেখে এ মুহূর্তে তাকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’

অন্যদিকে গাম্বিয়ান কোচ ওমর সিসে বলেছেন, ‘ছেলেরা ভালো খেলেছে। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। সুযোগ কাজে লাগাতে পারেনি ছেলেরা। ২টি গোলই হজম করেছি ডিফেন্সের ভুলে। প্রতিপক্ষে আক্রমণভাগের ফুটবলারদের মার্ক করতে ব্যর্থ ছিল ফুটবলাররা।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/জানুয়ারি ১৬,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর