thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৩১-এ সিদ্দিকুর

২০১৪ জানুয়ারি ১৬ ২১:১৪:৫৯
৩১-এ সিদ্দিকুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : কিংস কাপের প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ৩১তম স্থানে রয়েছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের মৌসুমের শেষ প্রতিযোগিতায় বৃহস্পতিবার উদ্বোধনী দিনে পারের চেয়ে এক শট কম খেলেছেন তিনি।

থাইল্যান্ডের মালয় পেনিনসুলার হুয়া হিনের ব্ল্যাক মাউন্টেন গলফ ক্লাবে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম দিনে ৩ বার্ডির বিপরীতে ২টি বোগি করেছেন সিদ্দিকুর। ১ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিযোগিতায় ১১ জনের সঙ্গে যৌথভাবে ৩১তমস্থানে রয়েছেন ব্রুনাই ওপেন জয়ী এ তারকা।

উপমহাদেশের অপর তারকাদের মধ্যে ভারতের অনির্বাণ লাহিড়ি পারের চেয়ে ৩ শট কম খেলে যৌথভাবে অষ্টমস্থানে রয়েছেন। এ ছাড়া ভারতের জয়তি রন্ধবা ও এসএসপি চৌরাশিয়া পারের চেয়ে ২ শট কম নিয়ে যৌথভাবে ১৭তম স্থানে রয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর