thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শেষ আটে বার্সা

২০১৪ জানুয়ারি ১৭ ১৪:২০:০২
শেষ আটে বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে ফিরতি লেগে গেতাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। এ জয়ে প্রতিযোগিতারশেষ আটের খেলা নিশ্চিত করেছে গেরার্দো মার্তিনোর দল।

কোয়ার্টার ফাইনালে উঠলেও কাতালানদের জন্য আক্ষেপ থাকবে খেলায় চোট পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন তিনি। অবশ্য সান্তোস তারকা বিষন্ন হৃদয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেও ফর্মের রঙ ছড়িয়েছেন মেসি। একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে!

আগের পর্বেও (প্রথম লেগে) গেতাফের জালে ২ বার বল পাঠিয়েছিলেন মেসি। ন্যু কাম্পে বার্সা জয় পেয়েছিল ৪-০ ব্যবধানে। আর ফিরতে লেগে জিতেছে ২-০ গোলে। ২ লেগ মিলে ৬-০ গোলে গেতাফেকে বিধ্বস্ত করেশেষ আটে উঠেছে বার্সা। আর্জেন্টাইন অধিনায়ক তাদের জালে বল পাঠিয়েছেন ৪ বার।

ফিরতে লেগে গোলের জন্য প্রতীক্ষার প্রহর গুনতে হয়েছে বার্সাকে। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে জালের ঠিকানা খোঁজে পেয়েছে সফরকারী বার্সা। ক্রিস্তিয়ানো তেল্লোর ক্রস থেকে বল পেয়ে বিপদসীমার খুব কাছ থেকে গোল করেছেন মেসি।

৬৩ মিনিটে ব্যবধান ‍দ্বিগুণ করেছেন ৪ বার ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা মেসি। এই অর্ধে তাকে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেছেন গোলরক্ষক কোদিনা। তার ক্ষিপ্র গতির শট দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন তিনি। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর‌্যন্ত বিচ্ছিন্ন দু-একটি আক্রমণ হলেও ব্যবধানে আর হেরফের হয়নি।

তবে ম্যাচটি ছিল জাভির জন্য খুবই স্মরণীয়। গেতাফের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মধ্যদিয়ে ৭০০তম ম্যাচ খেলে ফেলেছেন এই মিডফিল্ডার। সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি। তার পেছনে রয়েছেন বার্সার বর্তমান অধিনায়ক কার্লেস পুয়োল (৫৮৯ ম্যাচ) ও সাবেক ডিফেন্ডার মিগুয়েলি (৫৪৯ ম্যাচ)।

(দ্য রিপোর্ট/সিজি/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর