thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বোর্ডের ‘এ’ ক্যাটাগরিতে গেইল-ব্রাভো

২০১৪ জানুয়ারি ১৭ ১৭:০৪:৪৯
বোর্ডের ‘এ’ ক্যাটাগরিতে গেইল-ব্রাভো

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লউআইসিবি)’র কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো। ২ জনই ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

গেইল ও ব্রাভো চু্ক্তিবদ্ধ হলেও ২০১০ সালে প্রস্তাব ফিরিয়ে দেওয়া কিয়েরন পোলার্ডকে রাখেনি বোর্ড। যদিও এই ৩ জনই বোর্ডের প্রস্তাব (২০১০) প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু গেইল ও ব্রাভো যুক্ত হলেও বাদ পড়েছেন শুধু পোলার্ড।

ডব্লউআইসিবির প্রধান মাইকেল মুইরহেড বলেছেন, ‘তাদের পরামর্শ দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় চু্ক্তিতে যুক্ত করা হবে এবং তারা তা গ্রহণ করেছে। এ নিয়ে আমরা তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনাও করেনি। আর অন্য লিগে খেলে ক্রিকেটারদের উপার্জনের ওপরও কোনো বাধা তৈরি করতে চাই না আমরা।’

‘এ’ ক্যাটাগরির বাকি ক্রিকেটাররা হলেন সুনীল নারিন, ড্যারেন স্যামি, শিবনারায়ন চন্দরপল ও মারলন স্যামুয়েলস। আর ‘বি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন কেমার রোচ।

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন ড্যারেন ব্রাভো, জনসন চার্লেস, কির্ক এডওয়ার্ডস, কিয়েরন পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপল ও শেন শিলিংফোর্ড।

(দ্য রিপোর্ট/সিজি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর